ডুয়েল ফ্রন্ট ক্যামেরাসহ আসছে নতুন আইপ্যাড প্রো

অ্যাপলের পরবর্তী আইপ্যাড প্রো আসছে এক নতুন চমক নিয়ে, দুটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা! একদিকে ল্যান্ডস্কেপ পাশে, অন্যদিকে পোর্ট্রেট পাশে থাকবে এ ক্যামেরাগুলো। ফলে ব্যবহারকারী যে ভিউতেই ডিভাইসটি ধরুন না কেন, ফেসটাইম, ভিডিও কনফারেন্স কিংবা সেলফি, সব ক্ষেত্রেই ফ্রেমের কেন্দ্রে থাকা নিশ্চিত হবে।

ব্লুমবার্গ ও এনগ্যাজেটের প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৪ সালে যেসব এম৪ আইপ্যাড প্রো বাজারে আসে, সেগুলোতে ক্যামেরা কেবল ল্যান্ডস্কেপ পাশে ছিল। এটি ল্যান্ডস্কেপ মোডে সুবিধা দিলেও, পোর্ট্রেট অবস্থানে ফেস আইডি আনলকে ছিল কিছুটা ভোগান্তি। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে আগাচ্ছে অ্যাপল।

এছাড়া নতুন আইপ্যাড প্রোতে ব্যবহৃত হবে এম৫ চিপ, যা আগের তুলনায় আরও শক্তিশালী এবং বিদ্যুৎ-সাশ্রয়ী। যদিও এই চিপের পারফরম্যান্স উন্নয়ন ‘সামান্য’ বলা হয়েছে, তবে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও মাল্টিটাস্কিংয়ে এটি প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এই চিপ কেবল আইপ্যাডেই নয়, ভবিষ্যতে ভিশন প্রো, ম্যাকবুক প্রো, ম্যাক মিনি ও আইম্যাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। সব মিলিয়ে, পরবর্তী প্রজন্মের আইপ্যাড প্রো যেন প্রযুক্তির নতুন মাত্রা স্পর্শ করতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *