ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর-মহেশপুর নির্বাচনী আসনে কে হচ্ছেন আগামীর সংসদ সদস্য?

ঝিনাইদহ প্রতিনিধি-

ভারতীয় সীমান্ত ঘেঁষা মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা নিয়ে ঝিনাইদহ-৩ আসনে এবারের নির্বাচনি দৌড়ে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন মোট ৫ জন। যে যার স্থান থেকে কেন্দ্রে লবিং থেকে শুরু করে স্থানীয়ভাবে কাজ করে যাচ্ছেন। জানা গেছে কেন্দ্রীয় বিএনপি ইতিমধ্যে প্রায় ১০০ টি আসনে প্রার্থী চুড়ান্ত করে ফেলেছে। এছাড়া দেশের অনেক প্রার্থী পেয়েছেন দলের গ্রীণ সিগনাল। এ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল, কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  আমিরুজ্জামান খান শিমুল, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহা মোমিনুর রহমান, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান এবং মহেশপুর উপজেলা বিএনপি সভাপতি মেহেদী হাসান রনি দলের মনোনয়ন দৌড়ে রয়েছেন।

অপরদিকে  একক প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর সাবেক জেলা নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান এ আসনে  নির্বাচনী চমক দেখাতে চান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই আসন বিএনপির শক্ত অবস্থানের কারনে সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টার বারবার নির্বাচিত হয়েছেন। তবে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর জামায়াতও ভালো অবস্থান তৈরি করতে পেরেছে।আগের মত সহজেই বিএনপির প্রার্থী জয়লাভ করেবে বলে ধারনা করা যাচ্ছে না জামাত প্রার্থীর সাথে ভোটে লড়াই করেই বিএনপিকে জিততে হবে বলে তারা জানান।

ইঞ্জিনিয়ার মোহা: মমিনুর রহমান মোমিন বলেন, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পুরোটা সময় আমি মাঠে ছিলাম। দলীয় সব সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রেখেছি, দলের ঐক্য ধরে রাখতে কাজ করছি। একেবারে তৃণমুল পর্যায়ের জণগনের সাথে আমি মিশে থেকেছি, তাদের চাওয়া পাওয়া সম্পর্কে আমি অবগত।  যে কারণে আমি বিশ্বাস করি, দল জনগণের সেবা করার সুযোগ আমাকে দেবে।

মতিয়ার রহমান বলেন, মানুষের কল্যাণের জন্য আমি কাজ করে যাচ্ছি, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। সাধারণ মানুষের হক আদায়ে আমি বদ্ধপরিকর। যে কারণে আগামী ভোটযুদ্ধে জামায়াতের প্রার্থী হিসেবে আমিই বিজয়ী হব ইনশাআল্লাহ।

পুরো নির্বাচনী এলাকা ঘুরে একটা জমজামট নির্বাচনী আমেজ লক্ষ করা গেছে ঝিনাইদহ ৩ মহেশপুর-কোটচাঁদপুর আসনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *