সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়।
জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন গণমাধ্যমকে জানান, রাতের লুৎফুর রহমান গণ-অধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠক শেষে সড়ক পার হওয়ার সময় হামলার শিকার হন। একদল সন্ত্রাসী রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে।
তিনি আরও জানান, দ্রুত তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
হামলার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা গভীর চক্রান্তের অংশ। আগামী নির্বাচনের প্রক্রিয়া বানচাল করতে এমন ঘটনা ঘটানো হচ্ছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানাই।
রাতে ইসলামী ব্যাংক হাসপাতালে খন্দকার লুৎফুর রহমানকে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খন্দকার। জানা গেছে, লুৎফুর রহমান জাগপা দলের একাংশের সভাপতি এবং তার দল বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে যুক্ত।
Leave a Reply