নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক লিটনের ফিফটিতে ৩৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় স্বাগতিকরা। তবে লিটন দাস ম্যাচ জয়ের পুরো কৃতিত্বটা দিয়েছেন ইমন-সাইফদের। সিলেট স্টেডিয়ামে শনিবার (৩০ আগস্ট) টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বড় সংগ্রহ করতে পারেনি সফরকারী নেদারল্যান্ডস। তাসকিন আহমেদের বোলিং তোপে ১৩৬ রানেই আটকে যায় ডাচরা। ৪ ওভারের কোটা পূরণ করে ২৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। এ ছাড়া সাইফ হাসান নিয়েছেন দুটি উইকেট।
জয়ের পর ইমন-সাইফ-তাসকিনদের প্রশংসা করলেন লিটন

Leave a Reply