র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে শেষ করতে র্যাব সর্বদা তৎপর। একইসঙ্গে দুর্গাপূজাকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে যে কোনো গুজব, উস্কানিমূলক বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক অনলাইনে নজরদারি চালিয়ে যাচ্ছে।
বুধবার,(২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে দিনাজপুরের রাজবাড়ি দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক আরও বলেন, ‘দুর্গাপূজায় কিছু অসুস্থ মানসিকতার কাপুরুষ গোপনে সমস্যা সৃষ্টির চেষ্টা করে। এ যাবৎ প্রায় ১৪-১৫টি জায়গায় এমন ঘটনা ঘটেছে।













Leave a Reply