ক্লাব বিশ্বকাপ: ফাইনালের আগে আরেক ফাইনাল

আগামী রোববার নিউজার্সিতে নতুন মোড়কের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে বিদায় করে স্বপ্নের ওই মঞ্চের টিকিট মঙ্গলবার রাতেই নিশ্চিত করেছে চেলসি। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে পশ্চিম লন্ডনের ক্লাবটি, রিয়াল মাদ্রিদ নাকি প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)?

উত্তর মিলবে আজ রাতেই। মেটলাইফ স্টেডিয়ামেই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পাওয়ারহাউজ ক্লাব। মহারণটিকে ফাইনালের আগে আরেক ফাইনাল হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, হেভিওয়েট দুই ক্লাব মুখোমুখি হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ-পিএসজি হাইভোল্টেজ ম্যাচটি অনেক দিক থেকেই বিশেষ গুরুত্ব পাচ্ছে।

রিয়াল মাদ্রিদের ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পের জন্য এই ম্যাচটা বিশেষ কিছুর উপলক্ষ। গত বছর প্যারিস ছাড়ার পর এই প্রথম সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হচ্ছেন তিনি। গত কয়েক মাস ধরেই ফরাসি ক্লাবটির সঙ্গে আইনি লড়াই চলছে তার। পিএসজির মুখোমুখি হওয়ার একদিন আগে সাবেক ক্লাবের বিরুদ্ধে সব ফৌজদারি অভিযোগ তুলে নিয়েছেন এমবাপ্পে।

মূলত মাঠের খেলায় মনোযোগ বাড়াতেই বাইরের বিষয় থেকে একটু দূরে থাকতে চান এমবাপ্পে। তবে পিএসজির কাছে দাবিকৃত ৫৫ মিলিয়ন ইউরোর যে দেওয়ানি মামলা আছে সেটি চলমান রাখবেন তিনি। এই মামলা নিষ্পত্তি হবে ফ্রান্সের শ্রম আইন আদালতে। দেওয়ানি মামলাটি নিয়ে শেষ পর্যন্ত লড়াই করে যাবেন বলে জানিয়েছেন এমবাপ্পের আইনজীবীরা।

ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে বেশ কয়েকবার দেখা হয়েছে রিয়াল মাদ্রিদ ও পিএসজির। এবারই প্রথম বিশ্বমঞ্চে মুখোমুখি ক্লাব দুটি। দুই দলের অতীতের যেসব সাক্ষাৎ সেখানে অনেকটাই এগিয়ে আছে রিয়াল। পিএসজির বিরুদ্ধে তাদের জয় আছে ছয়টি। প্যারিসিয়ানরা জিতেছে তিন ম্যাচে। বাকি দুই ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে।

পরিসংখ্যান ঘাঁটলে হয়তো অনুপ্রেরণা পাওয়া যায়। কিন্তু ময়দানি লড়াইয়ে সেদিকে তাকানোর সুযোগ কই! মুখোমুখি লড়াইয়ে অনেকটা পিছিয়ে থাকলেও গত এক বছরে আমূল বদলে গেছে পিএসজি। ক্লাব ফুটবলের ২০২৪-২৫ মৌসুমে স্বপ্নের ত্রিমুকুট জিতেছে ফরাসি জায়ান্টরা। ওই সাফল্যের নেপথ্য নায়ক লুইস এনরিকে। এবার পিএসজিকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন দেখাচ্ছেন স্প্যানিশ কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *