কুষ্টিয়ার কুমারখালীতে ‘চাঁদা না পেয়ে’ বাস টার্মিনালের ইজারাদারের ওপর হামলা অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে।
চাঁদাবাজি ও হত্যাচেষ্টার লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ।
তিনি বলেন, “টার্মিনালে টোল ইজারাদার রাকিবের উপর হামলার ঘটনায় তার বোন রোমানা আক্তার নিশি বাদি হয়ে কুমারখালী থানার জামায়াত নেতা আফজাল হোসেনের নামসহ ৯ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৫-৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার লিখিত অভিযোগ করেছেন। ”
তবে জামায়াত নেতার দাবি ইজারাদারের লোকজনের হামলা ও মারধরের শিকার হয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে এই ঘটনা ঘটে।
বুধবার বিকালে কুমারখালী বাস টার্মিনালে হামলার শিকার হন টার্মিনালের বৈধ টোল ইজারাদার রাকিব হোসেন। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহতবস্থায় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পেশায় ব্যবসায়ী রাকিব উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
Leave a Reply