কীভাবে ব্যাটিং-বোলিং করতে হয়, পাকিস্তানকে শিখিয়েছে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের কাছে সিরিজ হেরে বসেছে পাকিস্তান। শেষ ম্যাচের আগে দলটাকে একহাত নিলেন সাবেক অধিনায়ক রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকসে’ তিনি তুলোধুনো করেছেন দলকে।

তিনি বলেন, ‘ম্যাচ, সিরিজ দুটিই খুইয়েছে পাকিস্তান। বাংলাদেশকে অসংখ্য শুভেচ্ছা। আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল তারা (বাংলাদেশ)। কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং-বোলিং করা উচিত, সেটা বাংলাদেশ শিখিয়েছে।’

১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ফাহিম আশরাফের ৩২ বলে ৫১ রানের দারুণ ইনিংস পাকিস্তানকে শেষ পর্যন্ত ম্যাচে রেখেছিল। তবে পাকিস্তান নিজেদের কাজটা কঠিন করেছিল ৩০ রানে ৬ উইকেট খুইয়ে বসেই। বিষয়টা মনে করিয়ে দেন রমিজ।

তিনি বলেন, ‘শেষ দিকে বাংলাদেশ কয়েকটা ক্যাচ মিস করেছে। যদি ফাহিম আশরাফ আউট না হতো, তাহলে পাকিস্তান জিততেও পারত। কিন্তু নিজেদের জন্য কাজটা তারা অনেক কঠিন করেছিল। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারানোর অর্থ ১৩৪ রানের লক্ষ্যকে দ্বিগুণ কঠিন বানানো।’

আগামীকাল মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সেই ম্যাচে জয় পেলেই পাকিস্তানকে তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।

এর আগেও ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার অভিজ্ঞতা আছে টাইগারদের। ২০১৫ সালে ওয়ানডে সিরিজে, আর গত বছর পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজে ধবলধোলাই করেছিল শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার দুয়ারে চলে এসেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *