ওয়েস্ট ইন্ডিজকে হারের বৃত্তে রেখে পাকিস্তানের দারুণ সূচনা

হারের চোরাগলিতে আটকে আছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা আট ম্যাচ হারে তারা। এবার পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজের শুরুটাও ভালো হলো না তাদের। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাদের ১৪ রানে হারিয়েছে সালমান আলী আগার দল।

ফ্লোরিডার লডারহিলে আগে ব্যাট করে ১৭৮ রান জড়ো করে পাকিস্তান। চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস আটকে যায় ১৬৪ রানে। জবাব দিতে নেমে ১১ ওভার শেষে বিনা উইকেটে ৭২ রান তোলে ক্যারিবিয়ানরা। এরপরই তাদের ব্যাটিং লাইনে ধস নামান মোহাম্মদ নাওয়াজ। ১২তম ওভারে জুয়েল অ্যান্ড্রু, জনসন চার্লস ও গুদাকেশ মোটিকে ফেরান এই স্পিনার।

জুয়েল ও চার্লসের ব্যাট থেকে আসে সমান ৩৫ রান। রানের খাতা খুলতে পারেননি মোটি। সে ধাক্কা সামলে উঠার আগেই শাই হোপ, শেরফানে রাদারফোর্ড, রোস্টন চেজ ও রোমারিও শেফার্ডকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১১০ রানে সপ্তম উইকেট হারিয়ে কার্যত তখনই ম্যাচটি হেরে যায় তারা। তাই শেষদিকে ১২ বলে ৪ ছক্কার সাহায্যে জেসন হোল্ডারের খেলা ৩০ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমাতেই যথেষ্ট ছিল।

তার সমান ১২ বলে ২১ রান এনে দেন শামার জোসেফ। ১২তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ওই ধাক্কা দেওয়ার পর আর উইকেট নিতে পারেননি নাওয়াজ। ৩ উইকেট নেওয়ার পথে ২৩ রান খরচ করেন তিনি। এছাড়া ২০ রানে ২ উইকেট নেন সাইম আইয়ুব।

এর আগে পাকিস্তানকে এই পুঁজি এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন সাইম। ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ২৪ বলে ২৮ রান করেন ফখর জামান। হাসান নাওয়াজের অবদান ২৪ রান। ১৮ বল খেলেন এই টপঅর্ডার। ৯ বলে ১৫ রান এনে দেন ফাহিম আশরাফ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩০ রানে ৩ উইকেট নেন জোসেফ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৭৮/৬- ২০ ওভার (সাইম ৫৭, ফখর ২৮, হাসান ২৪; জোসেফ ৩/৩০)

ওয়েস্ট ইন্ডিজ: ১৬৪/৭- ২০ ওভার (চার্লস ৩৫, জুয়েল ৩৫, হোল্ডার ৩০*; নাওয়াজ ৩/২৩)

ফল: পাকিস্তান ১৪ রানে জয়ী

ম্যাচসেরা: সাইম আইয়ুব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *