উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র করা হচ্ছে : শামীম

দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা দিয়েছে, গণতন্ত্রকে উত্তরণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন। সে নির্বাচন বিলম্বিত করার অর্থ হচ্ছে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। নির্বাচন বিলম্বিত হওয়া মানে ষড়যন্ত্রকারীদের সুযোগ দেওয়া। আমরা বলেছি, যৌক্তিক সময়ে নির্বাচন দিন, বেশি প্রলম্বিত করবেন না। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে দেশের মানুষ স্বস্তি পেয়েছে। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। গণঅভ্যুত্থানের পর থেকে একটি মহল সারা দেশে অনবরতভাবে মিথ্যাচার করছে। উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা শত চেষ্টা করেও এই নির্বাচন ঠেকাতে পারবে না।

সোমবার (২১ জুলাই) দুপুরে বান্দরবান সদরস্থ ডি’মোর হোটেলের কনফারেন্স হলে বান্দরবান পার্বত্য জেলা বিএনপির পরিচিতি ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *