ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘান্ধী বলেছেন, ইরান-ইসরায়েলের ১২ দিনের ‘যুদ্ধের’ সময় ইসরায়েল ৭টি হাসপাতাল ও ১১টি অ্যাম্বুলেন্সকে সরাসরি লক্ষ্যবস্তু বানিয়েছিলো।
তেহরানের একটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের সময় তিনি এমন মন্তব্য করেছেন। তবে তিনি এসব হাসপাতাল কিংবা ‘সরাসরি টার্গেট’ -এর বিস্তারিত কোনো তথ্য দেননি।
ইরানের রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান প্রায় সাতশ বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এর মধ্যে ৬জন চিকিৎসকসহ ১৮জন স্বাস্থ্য কর্মীও রয়েছেন।
এর আগে ইরানের রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানিয়েছিলেন যে তাদের ৫ জন উদ্ধারকর্মীও ইসরায়েলের হামলায় নিহত হয়েছিলো।
সংস্থাটির একটি হেলিকপ্টার ও কয়েকটি অ্যাম্বুলেন্সও ধ্বংস হয়ে গেছে।
Leave a Reply