মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, যারা পিআর পদ্ধতি চান, তাদের জনগণের উপর আস্থা নেই। এ জন্যই তারা পিয়ার পদ্ধতি চান।
সোমবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে এ কথা বলেন মাসুদ পারভেজ।
তিনি আরো বলেন, ‘পাঁচ আগস্ট যদি সংঘটিত না হতো, ওরা আওয়ামী লীগের কাপড়ের নিচ থেকে বের হতো না। তাই আমাদের মদিনার ইসলামই আমাদের ইসলাম, এর বাইরে আর কোনো ইসলামের প্রয়োজন নেই।’ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাওলাদার, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ–সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, কুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদশা মিয়া, কুনিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবলু হাওলাদার, মাদারীপুর জেলা ছাত্রদলের মো. ইকবাল হোসাইনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।















Leave a Reply