কোটচাঁদপুর মহেশপুর উপজেলা নিয়ে ঝিনাইদহ-০৩ নির্বাচনী আসন। আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন চান পাঁচ হেভিওয়েট নেতা। কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কেন্দ্রীয় বিএনপির সদস্য এ্যড. রুহুল কুদ্দুস কাজল, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিঃ মোহাঃ মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, জাসাসেসর সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক কন্ঠশিল্পি মনির খান এই পাঁচ নেতার সাথে বুধবার রাতে গুলশানের একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি অনিন্দ ইসলাম অমিত বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমাদের সবাইকে এক থাকতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি এক না থাকি জয় সম্ভব নয়। তাই দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে।
ইতিমধ্যেই বিএনপি ঘোষনা করেছে দলীয় সিন্ধান্ত না মেনে নির্বাচনে বিদ্রহী প্রার্থী হলেই দল থেকে বহিষ্কার করা হবে।













Leave a Reply